আপনার যোগ্যতা থাকলে ধরে দিব, না থাকলে গড়ে দিব। আসুন জেনে নিই ছোটবড় সফল লোকে কিভাবে যোগ্যতা অর্জন করে বর্জন করে বেকারত্ত্বকে। স্বপ্ন দেখুন বাস্তবে তা পূর্ণ করুন। যোগ্যতাই হোক মামা খালু!

keyword কি? কিভাবে সহজে keyword খুজবো ?( কিভাবে keyword khuja suru korbo, Kivabe sohoje keyword research korbo)

কিওয়ার্ড? keyword হচ্ছে ইন্টারনেট থেকে কোনো কিছু সম্পর্কে জানার জন্য কিংবা কোন পণ্য ক্রয় করার জন্য আমরা গুগুলে যা লিখে সার্চ করে থাকি তাদের প্রত্যেকটিকে এক এক keyword বলে।
যেমন ধরুন ধরুন আপনি keyword সম্পর্কে জানার জন্য কিংবা কিভাবে খুজতে হয় এটা জানার জন্য যা লিখে সার্চ দিয়েছেন তাই keyword ।




কোনো ওয়েবসাইট কিংবা কোনো ব্লগ পোস্টকে SEO করতে হলে keyword Research এর কোনো বিকল্প নেই।
আপনি কোন বিষয়ে ওয়েবসাইট খুলবেন সে বিষয়ে স্থীর হতে হলে সর্বপ্রথম আপনাকে কিওয়ার্ড রিচার্জ করতে হবে।  একটা ভালো মানের কিওয়ার্ড খুজে বের করতে হলে আপনাকে কয়েকটা টুলস ব্যবহার করতে হবে। বর্তমানে এই keword খুজার জন্য ইন্টারনেটে অনেক ফ্রী এবং পেইড টুলস আছে ,যেমন


         Google Adwords Planner  (Free)
        
     
         Keyword Revealer      (Free)

         Google trends  (Free)

         Ahrefs   (Paid)

       Keyword Finder  (Paid) ১০ দিনের জন্য ফ্রী আছে

     Keyword everywhere  Free


ইত্যাদি আরো পেইড টুলস আছে । \
Keyword research করার সহজ নিয়মঃ  আমি ধরে নিচ্ছি আপনি ফ্রীতে keyword খুঁজবেন তাই আমি প্রথমেই ফ্রী টুলস গুলো নিয়ে আলোচনা করব।

ও হ্যাঁ তার আগে যেটি করতে হবে সেটা হল আপনাকে কয়েকটা google extension আপনার গুগুল ক্রোমে এড করে নিতে হবে। 


১ গুগুল পেইজে সার্চ ভলিউম, (প্রতি মাসে গড়ে কত জনে এই Keyword লিখে সার্চ করে) CPC রেইট  দেখার জন্য  Keyword everywhere extension টি এড করে নিতে হবে যেমন আমি দেখুন আমি গুগুলে যা লিখে সার্চ দিলাম তার ঠিক বরাবর নিচে কিছু লিখা আসছে। অর্থাৎ "কিভাবে keyword খুজব এই লিখা লিখে প্রতি মাসে ৩৩১০০ জনে গুগুলে সার্চ করে। আর এই তথ্যটা দেখাচ্ছে উক্ত এক্সটেনশনটার কারণে। নিচে আরো দেখুন।
 
আ্সা করে বিষয়টা বুঝতে পারছেন।  এখন এই Extension টি এড করার জন্য উপরে লিংকটায় ক্লিক করে নিম্নে বর্ণিত Step by Step নির্দেশনায় এড করে নিন ।   





1


                     
2




3


4
          
      এর পরে আপনার ঐ জিমেইল আইডিতে যাবেন গিয়ে নিচের মত করে করেন সেখানে একটা মেইল পাবেন আর সেটায় ক্লিক করলে নিচের মত করে আসবে।




API key টা কপি করার পরে আপনার ক্রোম ব্রাউজারের একদম ডান পাশে Keyword Every Where এর একটি আইকন পাবেন যেমন এভাবে


আইকনটাতে ক্লিক করে নিচের মত করে যেতে থাকুন
 এবার নিচের খালি ঘরে আপনার কপিকৃত API Key টা পেস্ট করে পাশের Valiate ক্লিক করলেই কাজ শেষ
এবার আপনি আপনার গুগুলে গিয়ে যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করুন, দেখুন কিছু আসে কিনা।

এই গেলো আপনার প্রথম ধাপ, পরের ধাপে আমরা শিখব কোন Keyword নিয়ে আমরা কাজ করব ।

কোন কিওয়ার্ড দিয়ে কাজ করলে খুব সহজে গুগুল প্রথম পেইজে আপনার Website আসবে।
এর জন্য প্রথমে আমাদের দেখতে হবে উক্ত কিওয়ার্ড নিয়ে মানুষ ১মাসে কতবার সার্চ করে।
একটু আগে আমরা সেটি করেছি।

সেই কিওয়ার্ডই ভালো যার আশেপাশে যত  সাইট আছে তাদের PA এবং DA খুব কম।
আর এ পি এ ডি এ দেখতে হলে আপনাকে আরেকটা Extension এড করতে হবে আর সেটার নাম হলো Mozbar এখানে ক্লিক করে একটা একাউন্ট খুলে নিন। তারপরে সেই পূর্বের ন্যায় আবার গুগুলে গিয়ে লিখুন Mozbar extension দেখাবেন এটাও আগেরটার মতই আসবে ।


 তবে এটি এড করে নিবেন।  তারপরে দেখবেন গুগুল ক্রোমের ঠিক ডান পাশে আরেকটি M নামের আইকন পাবেন। আর সেখানে ক্লিক করে একাউন্টা খুলে নিন। তারপরে দেখবেন যেখানেই যাবেন সেখানেই সেই সাইটের PA , DA দেখাচ্ছে।
আপনার Keyword Related যত সাইট আসবে তাদের PA , DA যদি ৩০ থেকে কম হয় তাহলে সেই কিওয়ার্ড আপনার জন্য পারপেক্ট।



২ তারপরে আসি keyword Planner এর বিষিয় নিয়ে।  এখানেও গুগুলে গিয়ে  'keyword Planner' লিখে সার্চ করুন।  এই পর্যায়ে আপনি চলে এসেছেন গুগুলের নিজস্ব একটা ফ্রী কিওয়ার্ড রিচার্স টুলসে। আচ্ছা  'keyword Planner' লিখে সার্চ করার পরে প্রথমে যে সাইট আসবে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু সময় নিয়ে নিচের মত করে একটা পেইজ আসবে।


এবার Tools এ ক্লিক করুন। তারপরে নিচের মত করে সামনে এগুতে থাকেন।






















৩ এবার নিচের মত করে সাইটটি আসবে সেখানে গিয়ে লোকেশন চেঞ্জ করুন। আপনি যদি সারা বিশ্বের মানুষেরা মাসে কতবার সার্চ করে দেখতে চান তাহলে All দিয়ে English language দিয়ে দেন। আর যদি নির্দিষ্ট কোনো দেশের মানুষে কতবার সার্চ করে সেটা জানতে চান তাহলে নির্দিষ্ট দেশের নাম দিয়ে ওকে দেন।
একটু নিচেই আছে আরো একটি কাজ। নীল কালারের লিখা Exclude adult ideas লিখা আছে সেখানে ক্লিক করে আপনি কত সার্চ ভলিয়মের কিওয়ার্ড নিবেন? কেমন কম্পিটিশনের নিবেন সেটা ফিল্টার করতে পারবেন ।
























৪ এবার এসে গেছে আপনি কি keyword নিবেন সেটা লিখার সময়।
















উক্ত খালি ঘরে লিখে পেলুন অথবা পেস্ট করে দেন আ[পনার সেই কিওয়ার্ডটি।


এর পরেই পেয়ে যাবেন আপনার keyword রিলেটেড আরো অন্যান্য কিছু Keyword । যেটা আপনার ভালো লাগে সেটা নিতে পারেন। 

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন